ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাতের আধারে সরকার বিরোধী পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীর। আজ বুধবার সকালের দিকে মধুর ক্যান্টিনে গিয়ে এসব পোস্টার দেখা যায়। পরে পোস্টারগুলো নজরে আসলে তা সরিয়ে ফেলে ছাত্রলীগের কর্মীরা।

পোস্টারে সরকার বিরোধী বক্তব্য ছাড়াও তাদের আদর্শিক ভাবধারার খিলাফত প্রতিষ্ঠার কথা বলা হয়। এছাড়াও খিলাফত প্রতিষ্ঠিত হলে কি কি করা হবে, সেটাও পোস্টারে উল্লেখ করা হয়।

পোস্টার দেখা মাত্রই সরিয়ে ফেলেন কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটি জঙ্গী সংগঠনের পোস্টার কিছুতেই মেনে নেয়া যায় না। পোস্টার দেখা মাত্রই ছাত্রলীগের নেতৃত্বে তা সরিয়ে ফেলা হয়। ভবিষ্যতে যেন এ ধরণের পোস্টার ক্যাম্পাসে না দেখা যায়, এজন্যে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, হিজবুত তাহরীরের মতো একটু জঙ্গী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থানে পোস্টার লাগিয়েছে এটা উদ্বেগের বিষয়। আমরা যেখানে যতগুলো পোস্টার দেখিয়েছি তা সরিয়ে ফেলেছি। এসময় তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।