জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 468 বার
ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় একদম সামনের দিকে রয়েছে। গ্রিনপিস এবং এয়ার ভিজ্যুয়াল নামক দুটি সংস্থার গবেষণা রিপোর্টে মোট ৩০৯৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নিম্নের দিক থেকে ১৭ তম। অর্থাৎ, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ১৭ নম্বরে আছে ঢাকা। পূর্ণ তালিকাটি দেখুন এখানে।
অবশ্য শীর্ষ ১০ শহরের মধ্যে প্রথম অবস্থান সহ ৭টি অবস্থানে আছে ভারতের বিভিন্ন শহর। শীর্ষ দশের বাকি ৩টি শহরের মধ্যে ২ টি পাকিস্তানের এবং ১টি চীনের। বিশ্বের সবেচেয়ে দূষিত শহটি হলো ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে অবস্থিত গুরুগ্রাম।
দ্বিতীয় স্থানে আছে দিল্লির আরেকটি শহর গাজিয়াবাদ। এরপর দূষণের তৃতীয় স্থান আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর।
গবেষণায় ২০১৮ সালের ১২ মাসব্যাপী দূষণের মাত্রা আমলে নেয়া হয়েছে।
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর।
বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের মধ্যে ১৮টিই ভারত, পাকিস্তা ও বাংলাদেশে। ঢাকার আবহাওয়াকে ‘অস্বাস্থ্যকর’ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
নতুন ওই প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণের কারণে আগামী বছর বিশ্বে প্রায় ৭০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটবে। এর ফলে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।
সূত্র: সিএনএন
Leave a Reply