জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 392 বার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুমতি প্রত্যাহার করে নেয়ায় বাতিল করা হয়েছে বুকারজয়ী লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান। আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোর ২টা ১৫ মিনিটে এক ফেসবুক পোস্টে ছবিমেলার পক্ষ থেকে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত’ তাদের অনুমতি প্রত্যাহার করে নেয়া হচ্ছে।
ছবি মেলার আয়োজনে এই উৎসবের ফেসবুক পেজে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আমরা ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে গত রাতে জানতে পেরেছি অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠানটি ‘অনিবার্য কারণবশত’ প্রত্যাহার করা হয়েছে। যা ৫ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল। গত ১৬ ফেব্রুয়ারি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল।
এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য বিপুল প্রস্তুতি নেয়া হয়েছিল। এ অবস্থায় এমন সিদ্ধান্তে আমরা গভীর মর্মাহত। অরুন্ধতি রায়ের মতো সেলিব্রেটি লেখকের প্রথম বাংলাদেশ সফরে এই অনুষ্ঠানের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা কতটা হতাশ হয়েছেন তা আমরা জানি। যারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় ছিলেন এবং হতাশ হয়েছেন আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’। যা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। এই উৎসবের অংশ হিসেবে আজ ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো অরুন্ধতী রায়ের।
Leave a Reply