জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ এপ্রিল ৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1671 বার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ফের কারাগারে নেওয়া হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছিল।স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) আবার কারাগারে নেয়া হয়েছে আজ শনিবার দুপুর দেড়টার দিকে।
বিএসএমএমইউ’র চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় খালেদা জিয়া কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে অবস্থান করেন। তার কয়েকটি এক্সরে করা হয়েছে।
Leave a Reply