বিদেশ | তারিখঃ মার্চ ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 503 বার
সার্বিয়ার নারী প্রধানমন্ত্রী আনা ব্রানবিচ। দেশটিতে সমকামিতা অবৈধ। তবে প্রধনমন্ত্রী স্বীকৃত সমকামী। নিজের সঙ্গীকেও তিনি কখনো আড়াল করেননি। এবার সঙ্গীর কন্যা সন্তান জন্ম দানের মাধ্যমে তিনি ‘বাবা’ হয়েছেন। এমনটিই জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
দ্য গার্ডিয়ান, সার্বিয়া মানিটর ও ইউরো নিউজের খবরে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী হন আনা ব্রানবিচ। প্রথম থেকেই সামনে এনেছেন তার নারী সঙ্গীকে।
গত বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী সচিবালয় থেকেই জানানো হয়েছে যে, ডেলিভারি ভালোভাবেই হয়েছে, সন্তানও সুস্থ রয়েছে। এর মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করলেন সার্বিয়ান প্রধানমন্ত্রী ও তার পার্টনার। কারণ ওই দেশে সমলিঙ্গে বিবাহ এখনও বৈধ নয়।
Leave a Reply