জেলা সংবাদ | তারিখঃ মার্চ ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 475 বার

হৃদরোগে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়’ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কাঁদতে কাঁদতে প্রবেশ করেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের।
রোববার দুপুর ২টায় বিএসএমএমইউতে প্রবেশ করেন ইসরাতুন্নেসা। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরা।
তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি ইসরাতুন্নেসা ও তার পরিবার।
এর আগে ‘জীবন শঙ্কায়’ থাকা ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা
Leave a Reply