জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2151 বার
গতকাল শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের (জামালখাঁন) সামনে তিলোত্তমা হাতিয়া, তিলোত্তমা ব্লাড ব্যাংক ও চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর আয়োজনে হাতিয়া দ্বীপের নদী ভাঙ্গন রোধে ব্লক বাঁধ ও চট্টগ্রাম টু হাতিয়া নৌ-রুটে নতুন যাত্রীবাহী জাহাজ সার্ভিস চালুর দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে হাতিয়া’র চলমান সমস্যাগুলো নিয়ে বক্তব্য প্রদান করেন তিলোত্তমা হাতিয়া ও চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর সিনিয়র প্রতিনিধিগণ।মানব বন্ধন হতে অনতিবিলম্বে নদী ভাঙ্গন রোধে ব্লক বাঁধসহ হাতিয়া টু চট্টগ্রাম, চেয়ারম্যান ঘাট টু নলচিরা ঘাট নৌ পথে নতুন যাত্রীবাহী জাহাজ চালু করন।চট্টগ্রাম টু হাতিয়া নৌ পথে প্রতিদিন যাত্রাবাহী জাহাজ চুলু করন।হাতিয়া ঘাটে ভাসমান পল্টন দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়। মানববন্ধন আয়োজনকারীদের সাথে একাত্বতা পেশ করে মানববন্ধনে যোগ দিয়েছে “জাগ্রত দ্বীপ হাতিয়া” সহ হাতিয়ার জনপ্রিয় সংগঠন গুলা।
উক্ত মানববন্ধনে বক্তাদের দাবির মূলকথা হাতিয়া দ্বীপের নদী ভাঙ্গন রোধে ব্লক বাঁধ নির্মান এবং পুরনো জাহাজ সি ট্রাক এর পরিবর্তে নিরাপদ যাতায়তের স্বার্থে চাই নতুন যাত্রীবাহী জাহাজ ।
Leave a Reply