প্রবাস | তারিখঃ এপ্রিল ৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2124 বার
সৌদি আরবের খামিজ মোসায়েত, সারাত আবিদায় এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে গতকাল ।নিহত ওই বাংলাদেশির নাম আজিজুল তালুকদার (৪০)। বাড়ী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা গ্রামে।পেশায় সবজী ব্যবসায়ী । আজিজুল তালুকদার ছোট ভাইকে সঙ্গে নিয়ে সবজি দোকান করতেন । দোকানে এসে সবজি নিয়ে টাকা না দিয়েই চলে যেতে চায় এক সৌদি নাগরিক । তাকে বাঁধা দিলে বাকবিতণ্ডা হয় । সে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে পিস্তল এনে গুলি করে । পরপর পাঁচ রাইন্ড গুলি করে । ঘটনাস্থলেই আজিজুল তালুকদারের মৃত্যু হয় । স্থানীয়দের সহযোগীতায় পুলিশ খুনিকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বলেন, নিহতের কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা নিয়েছি আমরা। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে। আজিজুল তালুকদারের লাশ বর্তমানে সারা তাবিদা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
Leave a Reply