অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 588 বার

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই হান্নানকে তার ছোট ভাই মো. মান্নান কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আঠিয়া বাজার এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মান্নান ও নিহত হান্নান ওই এলাকার আবুল কালামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছে স্থানীয় আবুল কালামের ছেলে মান্নান ও হান্নানের পরিবারে। মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইয়ের বাকবিতন্ডা হয়। পরে গভীর রাতে হান্নানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছোট ভাই মান্নান।
লক্ষ্মীপুর সদর থানার এএসআই রানা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড় ভাইকে খুনের অভিযোগে তার ছোট ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply