জেলা সংবাদ | তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 575 বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে গত এক মাসে পুলিশ মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ১৫জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, উপজেলার চৌমুহনী পৌরসভা ও ১৬টি ইউনিয়নে গত ১ মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫জন মাদক সেবনকারী ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলা দায়ের এবং ২২ জনের বিরুদ্ধে ১৫টি প্রসিকিউশন দেওয়া হয়। অনেকেই জেলে আছে বাকিদের ধরার জন্য অভিযান চালানো হবে।
তিনি আরো বলেন মাদক সেবনকারী বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকে উদ্বুদ্ধ করতে উপজেলার হাট -বাজার, গ্রাম-গঞ্জে সমাবেশ করার কর্মসূচি গ্রহন এবং কয়েকটি এলাকায় স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে সমাবেশ সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply