খেলাধুলা | তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 500 বার
দুর্দান্ত প্রতাপে মৌসুম শুরুর পর আচমকাই পথ হারিয়ে ফেলে বার্সেলোনা। ছন্দ হারানো কাতালান ক্লাবটি টানা তিন ড্রয়ে যখন চাপে তখন ত্রাতা আবার সেই লিওনেল মেসি। তার একমাত্র গোলেই শনিবার রাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।
ন্যু ক্যাম্পে নিজের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সা। যদিও গোল মিসের মহড়া না দিলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো ফেভারিটরা। এমন কী শেষ দিকে পেনাল্টি থেকেও করতে পারেননি মেসি। তার অপর গোলটিও অবশ্য পেনাল্টি থেকে। এর আগে তিনি ছাড়াও সুযোগ মিস করেন লুইস সুয়ারেজ।
নিজেদের মাঠে শুরু থেকেই দাপটে খেললেও প্রথম গোলটি পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সার। পেনাল্টি থেকে গোল করেন মেসি। তবে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ভিডিও রিপ্লেতে জেরার্ড পিকে এমনিতেই পড়ে যান প্রতিপক্ষের ডি-বক্সে। তাকে জোরালো কোনো ফাউল করা হয়নি। এ অবস্থায় ভিএআর প্রযুক্তির সাহায্য নেননি রেফারি।
এই নিয়ে এবারের লা লিগায় ২২ নম্বর গোলটি পেলেন মেসি। মৌসুমে সব মিলিয়ে এটি তার ৩০তম গোল। টানা ১১ মৌসুমে কমপক্ষে ৩০টি করে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই প্লে-মেকার। কিন্তু এলএম টেনের কীর্তির ম্যাচে মাধুর্যহীন জয় বার্সার।
এগিয়ে গিয়ে অবশ্য এলোমেলো ফুটবল খেলেছে বার্সা। একের পর এক সুযোগও মিস করেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে লিঁও’র বিপক্ষে নামার আগে দলের পারফরম্যান্স ভাবাচ্ছে বার্সাকে। তার ওপর লা লিগায় নিজের ৩০০তম মাইলফলকের ম্যাচে ছন্দে ছিলেন না পিকে।
এই জয়ে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সা। ৪৭ পয়েন্ট নিয়ে এরপরই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।
Leave a Reply