রাজনীতি | তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 476 বার
দীর্ঘ ৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার সকালে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মধুর ক্যানটিনে যান।এসময় তাদের সেখানে স্বাগত জানায় ছাত্রলীগ।
এসময় ৩০/৩৫জন নেতাকর্মী তাদের সঙ্গে যোগ দেন। এরপর বেলা সাড়ে ১১টার পর সেখানে যান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব ও সাধারণ সম্পাদক আকরাম।
এসময় আগে থেকেই মধুর ক্যান্টিনে অবস্থান করছিলেন ছাত্রলীগ ও বাম জোটের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতারা সেখানে গেলে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। স্বাগত জানান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি তাদের বসার জন্য জায়গা করে দেন।
ক্যান্টিনে অন্য টেবিলে বসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তুহিন কান্তি দাসের সঙ্গেও করমর্দন করেন ছাত্রদলের নেতারা।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ‘অছাত্রদের আস্তানা, ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে রাজনীতি, ছাত্ররাই করবে’। পাল্টা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরাও। বলেন, ‘খালেদা জিয়া, জিয়া খালেদা’।
Leave a Reply