বাংলা ভাষা পশ্চিমবঙ্গে যথাযথ সম্মান পাচ্ছে না বলে অভিযোগ করেছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কলকাতা সাহিত্য উৎসবে দুই দেশ এক বাংলা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন ওপার বাংলার এই সাহিত্যিক। খবর এনডিটিভির।

তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাভাষার প্রতি বাংলাদেশের নাগরিকদের আবেগ-ভালোবাসা অনেক বেশি। কিন্তু সেই তুলনায় এই বাংলার বাঙালিরা যা করে তা কিছুই নয়। নিজেকে বাঙালি ভাবা বা বলার মধ্যে কোনও অন্যায় নেই।’

বাংলা বই পড়ার ব্যাপারেও বাংলাদেশের নাগরিকরা অনেক এগিয়ে আছে বলে জানান শীর্ষেন্দু। তিনি বলেন ‘এই বাংলায় আমার কোনও বই যদি ৫০ কপি বিক্রি হয় তাহলে ওই বাংলায় সেই পরিমাণ হবে কমকরে পাঁচশো।

এরপর তিনি এই দুই বাংলার মধ্যে যে মিল এবং আত্মিক যোগাযোগ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশ ভাগ হয়েছে রাজনৈতিক সমীকরণের জন্য।