ব্যাপক হারে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের লক্ষ্যে ৮ হাজার কোটি ইউরো (৯ হাজার ১০০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করছে ফক্সওয়াগন। কোম্পানিটির ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় এ কৌশলগত পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ২০১৫ সালের ১০ অক্টোবর অনুষ্ঠিত রথহফ গেস্ট হাউজের বৈঠকটির। কোম্পানিটির তত্কালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হার্বাট ডিসের আহ্বানে আয়োজিত ওই বৈঠকে জমায়েত হয়েছিলেন শীর্ষ নয় নির্বাহী। ওই বৈঠকে কার্বন নিঃসরণ কেলেঙ্কারি থেকে ঘুরে দাঁড়ানোসহ বৈদ্যুতিক গাড়ি নির্মাণে কীভাবে নেতৃত্বশীল জায়গায় যাওয়া যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। ২০১৮ সালে ৪০ হাজার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা জার্মান জায়ান্টটি ২০২৫ সাল নাগাদ বার্ষিক নির্মাণ ৩০ লাখ ইউনিটে উন্নীতের পরিকল্পনা নিয়েছে ছবি ও সূত্র: রয়টার্স