জাতীয় স্বদেশ, প্রবাস | তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 720 বার
জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকার এসে প্রান হারাচ্ছেন বাংলাদেশী নাগরিকগণ । গত ১০দিনে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে শনিবার রাতে গুলিতে মারা যান ফেনীর যুবক নাজমুল হুদা বিপ্লব (২৫)। গত ২৮শে জানুয়ারি ছুরিকাঘাতে মারা যান ফেনীর আরেক যুবক শাহ পরাণ।
এছাড়া ২৫শে জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে মারা যান মাদারীপুরের সিরাজুল ইসলাম মোল্লা এবং এর দুইদিন আগে ২৩শে জানুয়ারি মহিন উদ্দিন মহিন (৪০) ফেনীর ব্যক্তি। দেশটির কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের চাঁদাবাজির শিকার হয়ে তারা মারা যান।
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নাজমুল হুদা বিপ্লব নামের (২৫) নামে ফেনীর দাগনভূঞার এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্ক এলাকায় তার দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। নিহত বিপ্লব দাগনভূঞার উত্তর শ্রীধর পুর গ্রামের হোসেন সেরাং বাড়ির আবদুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। নিহতের বাবা আবদুর রাজ্জাক জানায়, জীবিকার তাগিদে ৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় বিপ্লব।
Leave a Reply