বাংলাদেশ পুলিশ চালু করেছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা। আসুন জেনে নেই কী করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টে দেয়া স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোনো একটি ঠিকানায় আবেদন করতে হবে। এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া। যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ হিসেবে ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম সনদের ফটোকপি দরকার হবে। আর এটা হতে হবে ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত।

অনলাইনে আবেদন:

১. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য (http://pcc.police.gov.bd:8080/apex/f?p=PCC:REGISTRATION::) এই লিঙ্কে প্রবেশ করুন।

২. রেজিস্ট্রেশন করার পর লগ-ইন করে Apply মেনুতে ক্লিক করলে একটি আবেদন ফরম আসবে। ফরমটিতে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৩. আবেদন ফরমের Upload অপশনে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসের স্ক্যানকপি Upload করতে হবে।