খেলাধুলা | তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 455 বার
লাস ব্লাঙ্কোসরা বৃহস্পতিবার রাতে জিরোনাকে হারায় ৩-১ গোলের ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। সেই সুবাদে ম্যাচের ২৭ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। প্রায় একক প্রচেষ্টায় গোলটি আদায় করে নেন করিম বেনজেমা। ৪৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারিয়ে ফেলে স্প্যানিশ ক্লাবটি। নিজেদের দুর্গ সামলাতে ব্যস্ত থাকতে হয় সার্জিও রামোস-মার্সেলোদের। সেই সুযোগে ৭১ মিনিটে নিজেদের প্রথম গোলটি আদায় করে নেয় জিরোনা। স্প্যানিশ ফুটবলার পেড্রো পররো পা থেকে আসে গোলটি।
গোল খেয়ে হুঁশ হয় রিয়ালের। ৭৬ মিনিটে দলের হয়ে তৃতীয় নিজের প্রথম গোলটি করেন মার্কো লরেন্টে। ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
প্রথম লেগে নিজেদের মাঠে জয় এসেছিল ৪-২ গোলে। ৭-৩ গোলের অগ্রগামিতায় ভ্যালেন্সিয়া, রিয়াল বেটিস ও বার্সেলোনার পর চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনালে পা রাখল রিয়াল মাদ্রিদ।
Leave a Reply