ভারতের সব থেকে গ্ল্যামারাস ফিটনেস ট্রেনার স্বপ্না ভ্যাস প্যাটেল।

এবেলা পত্রিকার খবরে বলা হয়, স্বপ্না একজন রিবক ফিটনেস প্রফেশনাল।

মনোবিজ্ঞানে স্নাতক স্বপ্না খাদ্যবিজ্ঞানে ডক্টরেট করেছেন।

১৯৮৯ সালের ১০ নভেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেন তিনি।

গুজরাটের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জয় নারায়ণ ভ্যাসের কন্যা স্বপ্না।

শুরুতে স্বপ্না মোটেও তন্বী ছিলেন না। প্রথমদিকে স্বপ্নার ওজন ছিল ৮৬ কেজি।

সেখান থেকে ওজন কমিয়ে বর্তমানে স্বপ্নার ওজন দাঁড়ায় ৫৩ কেজিতে।

এক বছরে ৩৩ কেজি ওজন ঝরিয়ে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন তিনি।

বর্তমানে স্বপ্না নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ফিটনেস ও হেলথ টিপস দিয়ে থাকেন।

কীভাবে ওজন কমাবেন, সঠিক খাদ্যাভ্যাস কী— বিভিন্ন বিষয়ে স্বপ্নার টিপস পেতে মুখিয়ে থাকেন তার ফলোয়াররাও।

তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ভারতের যেকোনও প্রথম সারির সেলিব্রিটিকেও লজ্জা দেবে।


ফেসবুকে স্বপ্নার ফলোয়ার সংখ্যা ৭৫ হাজারেরও বেশি।

ইউটিউব ও ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা যথাক্রমে ৩ লক্ষ ২০ হাজার এবং ২০০০।

স্বপ্না বিভিন্ন সেলেবদের সঙ্গে জুটি বেঁধে ফিটনেস ভিডিও তৈরি করেন।

স্বপ্নার ভিডিওতে মিলিন্দ সোমান, অনিল কাপুরের মতো বলিউডের তারকাদের দেখা গিয়েছে।

একসময়ে আসামের বিধায়ক আঙুরলতা ডেকার সঙ্গে তার পরিচয় ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছিল।