জৌতিষ পরামর্শ | তারিখঃ এপ্রিল ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2232 বার
শনির সাড়ে সাতিকে মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হয় । কারণ এই সময়ে অর্থাৎ এই সাড়ে সাতি চলাকালীন সময়ে জাতক বা জাতিকা নিজের জীবনকে বিচার করার, বিশ্লেষণ করার সুযোগ পায়। শনি’র সাড়ে সাতির শুরুতে প্রথমে জাতকের মাথায় আরোহণ করে, মধ্যভাগে ধড় এবং শেষে পায়ে নেমে এসে শরীর ত্যাগ করে চলে যায়। সাড়ে সাতির পূর্ণ সময়কে আরও বেশি সঠিক ভাবে বণ্টন করে শনি তার সাড়ে সাতির মোট ৯০ মাস অবধি চলাকালীন কেবল ২৫ মাস অশুভ পরিণাম দেয়। বাকি ৬৫ মাস কিছুটা ঠিক থাকে।
জন্ম কোষ্ঠীর সবলতা ও দুর্বলতা অনুযায়ী জাতক বা জাতিকার সাড়ে সাতির প্রভাব পড়ে। কিন্তু বিভিন্ন চন্দ্র রাশির পক্ষে শনির সাড়ে সাতি চলাকালীন কেবল নীচে দেওয়া সময়গুলিতেই খারাপ ফল দেয়।
মেষ- মধ্য আড়াই বছর তুলা- শেষ আড়াই বছর।
বৃষ- প্রথম আড়াই বছর বৃশ্চিক- পরের পাঁচ বছর।
মিথুন- শেষ আড়াই বছর ধনু- পরের পাঁচ বছর।
কর্কট- মধ্য আড়াই বছর মকর- প্রথম আড়াই বছর।
সিংহ- প্রথম আড়ই বছর কুম্ভ- শেষ আড়াই বছর।
কন্যা- প্রথম আড়াই বছর মীন- পরের পাঁচ বছর।
শনির সাড়ে সাতির প্রভাব কমানোর জন্য নীলা অথবা এমিথিস্ট ধারন করুন।
Leave a Reply