জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ২৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 472 বার
প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের আসনে (কিশোরগঞ্জ-১) আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার আগারাগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
গত ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ভোটগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
গত ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এ আহ্বান জানায়।
এতে বলা হয়, দলের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৫ জানুয়ারি ফরম জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply