অন্যান্য, অপরাধ সংবাদ, কৃষি কথা, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1244 বার
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন: বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হয়।
ইংরেজি বানান পরিবর্তন হওয়া এই পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। নতুন নিয়মে চট্টগ্রামের নাম হবে Chattogram,পূর্বের বানান ছিল Chittagong , কুমিল্লার হবে Cumillaপূর্বের বানান ছিল Comilla , বরিশাল হবে Barishal,পূর্বের বানান ছিলBarisal , যশোর হবে Jashore ,পূর্বের বানান ছিল Jessore ও বগুড়া হবে Bogura,পূর্বের বানান ছিল Bogra।
Leave a Reply