জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ১৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 564 বার
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। রোববার ঢাকায় জাতিসংঘ অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
জাতিসংঘ, ঢাকা অফিসের ফেসবুক বার্তায় বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ, সুশাসন, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন প্রচেষ্টায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।
ফেসবুক বার্তায় সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতি রাখবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকা পালনকে স্বাগত জানানো হয়।
Leave a Reply