জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 546 বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার হর্যবর্ধন শ্রিংলা। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক দিন দিনই মজবুত হচ্ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। রাষ্ট্রপতি বাংলাদেশে সাফল্যের সঙ্গে মেয়াদ সম্পন্ন করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং বলেন যে, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগও বেড়েছে। এ দেশে শ্রিংলার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। খবর বাসসের
রাষ্ট্রপতি ভবিষ্যতে দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ব্যাপক সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শ্রিংলা বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করতে আগ্রহী।
Leave a Reply