যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিক ও তাদের পরিবারকে বহনকারী প্রথম বিমানটি রবিবার মস্কোর ভনুকোভা-২ বিমান বন্দরে অবতরণ করেছে।সকাল ১০-৪০ মিনিটে প্রথম বিমানটি ৪৬ জন কূটনীতিক ও তাদের পরিবার নিয়ে ইল-৯৬ জেট বিমান মস্কোয় ফিরেছে। দ্বিতীয় দফায় ফিরেছেন ১৪ জন।খবর তাস বার্তা সংস্থার ।
উল্লেখ্য ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট গ্যাস দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় এসব কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটেছে। এতে যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে যুক্তরাষ্ট্র।