চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চিকিৎসাপ্রাপ্ত ‘চোখ হারানো’ ২০ জনকে এক কোটি করে মোট ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ রোববার (১ এপ্রিল) সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চুয়াডাঙ্গার সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার, ডা. মোহাম্মদ শাহীনসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে এই রিট আবেদনে।
রিট দায়েরের পর আইনজীবী আমিত দাশ গুপ্ত জানান, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
গত ৫ মার্চ চুয়াডাঙ্গার কেদারগঞ্জের ইম্প্যাক্টে ২৪ জন নারী-পুরুষের একটি করে চোখের ছানি অপারেশন করা হয়।
পরদিন বাসায় ফেরার পর ওই রোগীদের চোখে সংক্রমণ দেখা দেয়। চোখে জ্বালা-পোড়া নিয়ে তারা যোগাযোগ করেন ইমপ্যাক্ট হাসপাতালে। রোগীদের ঢাকায় পাঠানো হলে ১৯ জনের একটি করে চোখ তুলে ফেলতে হয়।হায়াতুন নামের এক বৃদ্ধের চোখের অবস্থাও ভালো নয়। সেটি তুলে ফেলা হতে পারে।