নির্বাচনকে সামনে রেখে মোবাইল নেটওয়ার্ক থ্রি-জি, ফোর-জি থেকে টু-জি তে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

মোবাইল অপারেটরগুলোকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, নির্দেশনা পাওয়া মাত্রই যেন দ্রুত এসব পালনে পদক্ষেপ নেওয়া হয়।

‘সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক (ভয়েসকল ও ডাটা) বন্ধ করে দিতে হবে। সারাদেশে থ্রি-জি ডাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তবে ২-জি ভয়েস ও ডাটা চালু থাকতে পারে।’

৩১ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত এসব সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

এর আগে গত ২৭ ডিসেম্বরও মোবাইল নেটওয়ার্ক ডাউন করার নির্দেশনা দিয়েছিলো বিটিআরসি।