জাতীয় স্বদেশ, বিদেশ | তারিখঃ এপ্রিল ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1316 বার
রাশিয়ায় সম্প্রতি একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেমেরোভো অঞ্চলের দীর্ঘদিনের গভর্নর আমান তুলিয়েভ রবিবার পদত্যাগ করেছেন। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় অন্তত ৬৪ জন মারা গেছে, যার অধিকাংশই শিশু।গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে,‘কেমেরোভো অঞ্চলের গভর্নর আমান তুলেইয়েভ পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তুলেইয়েভ ১৯৯৭ সাল থেকে ওই অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন।
খবর-রুশ পোর্টাল-মেইল ডট রু।



Leave a Reply