খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পুজগাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন ওই এলাকার বাসিন্দা চা দোকানি চিক্য চাকমা (৩২) এবং আরেকজন স্থানীয় রাস্তার নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০)।

ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা জানান করেন, পানছড়ি উপজেলার পুজগাং উপরের বাজারের ইউপিডিএফ-এর স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা নিচের বাজার এলাকায় নির্বাচনী অফিসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

জনসংহতি সমিতির (এম এন লারমা) সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। নিহত দু’জনের মধ্যে একজন স্থানীয় পাহাড়ি এবং আরেকজন শ্রমিক। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।