জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 897 বার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শান্তির হাট বাজারে এই ঘটনা ঘটে।
ঐক্যফন্টের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির দাবি, সকালে তার র্নিধারিত গণসংযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা করে। এ সময় তিনি শরীরে আঘাত পেয়েছেন। এছাড়াও হামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদাক নিজাম ভূইয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনসহ ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
অপরদিকে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু দাবি করেন, এ্যানি চৌধুরীর গণসংযোগ থেকে যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম রাজুসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবুল কালাম আজাদ জানান, সকালে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনার জন্য ২ রাউন্ড ফাঁকা গুলি করে। সংঘর্ষ থামাতে গিয়ে মো .মফিজ ও রাজ্জাক নামে পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।
Leave a Reply