বিদেশ | তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 735 বার
এবার পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। মার্কিন মেরিন কোরের সাবেক এ কর্মকর্তা আগামী বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। খবর বিবিসির।
ট্রাম্প বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। ট্রাম্প তার টুইটারে লিখেন, জিম ম্যাটিস আমার প্রশাসনে গত দুই বছর ধরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সম্মানের সঙ্গে ফেব্রুয়ারির শেষদিকে ম্যাটিস অবসরে যাবেন। ম্যাটিসের এমন সেবার জন্য ধন্যবাদ।
এছাড়া শিগগিরই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে টুইটারে ট্রাম্প উল্লেখ করেন।
মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে পদত্যাগ করছেন ম্যাটিস। সিরিয়াসহ বেশকিছু ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তার ম্যাটিসের মতভেদ দেখা যায়।
আরো পড়ুন: গুগলে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ সোনিয়া গান্ধী!
ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ঘোষণার একদিন পরেই ম্যাটিস পদত্যাগের ঘোষণা দেন।
Leave a Reply