জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 406 বার
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ-আইসিসিআরর মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস। তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে শ্রিংলা যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শিগগির তারা দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, রিভা গাঙ্গুলি ১৯৮৬ সালে ভারতীয় পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পররাষ্ট্র সার্ভিসে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। পররাষ্ট্র সার্ভিসে যোগদানের পর তার প্রথম পদায়ন হয় স্পেনে। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার, নেপাল এবং পাসপোর্ট/ভিসা বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের প্রধান (কাউন্সিলর) ছিলেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সুবাদে গণমাধ্যম, সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে তিনি সুপরিচিত। ঢাকার পর তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের পরিচালক হন। দায়িত্ব পালনকালে তিনি পরিবেশ সংক্রান্ত আলোচনা বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় অংশ নেন। তিনি নেদারল্যান্ডসের দ্য হেগে ভারতের উপ-মিশন প্রধান হন। এ সময় তিনি অর্গানাইজেশন ফর প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স এর ভারতের বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন। ব্যক্তিজীবনে বিবাহিত রিভা গাঙ্গুলি দুই সন্তানের জননী।সূত্র-ইত্তেফাক
Leave a Reply