অন্যান্য, অপরাধ সংবাদ, কৃষি কথা, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1174 বার
কক্সবাজারের চকরিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুর রহিমের (২০) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকরিয়ার ডুলাহাজারার উলুবনিয়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ২টি খোসা খোসা উদ্ধার করা হয়।
গত ২৬ মার্চ দুপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে আব্দুর রহিম। শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ২৮ মার্চ চকরিয়া থানায় মামলা করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, আব্দুর রহিম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। তারা র্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়লে র্যাবের এই বন্দুকযুদ্ধ চলে। আব্দুর রহিমের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply