বিদেশ | তারিখঃ ডিসেম্বর ১২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 481 বার
ভারতের প্রথম ‘গরু কল্যাণ মন্ত্রণালয়’ বানিয়েছিলো রাজস্থান রাজ্যের কট্টরপন্থী বিজেপি সরকার। দ্বায়িত্ব পেয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী ওটারাম দেওয়াসি। কিন্তু মঙ্গলবার প্রকাশিত রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভোটে কার্যত গো-হারা হেরে গিয়েছেন তিনি। বিজেপির প্রার্থী ‘গরু মন্ত্রী’ দেওয়াসি পর্যুদস্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে, ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। এনডিটিভি, আনন্দবাজার।
ওটারাম দেওয়াসি আগে ছিলেন রাজস্থানের পুলিশের কর্মকর্তা। কিন্তু শারীরিক কারণে চাকরি থেকে ইস্তফা দেন। তবে পরে সুস্থ হয়ে রাজনীতিতে যোগ দেন। বালি বিধানসভা কেন্দ্রের মুন্দারা গ্রামের বাসিন্দা দেওয়াসি ২০০৮ এবং ২০১৩ পর পর দু’বার রাজস্থানের সিরোহী থেকে বিধায়ক নির্বাচিত হন।
সেই দেওয়াসিও এবার ভোটে হেরে গিয়েছেন তাঁর সিরোহীতে প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্দল প্রার্থী সন্যম লোধা। তিনি পেয়েছেন ৮১ হাজার ২৭২ ভোট। দেওয়াসির বাক্সে পড়েছে ৭১ হাজার ১৯ ভোট। ব্যবধান ১০২৫৩ ভোটের।
Leave a Reply