জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ১০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার
বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশ নিতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন তার মনোনয়ন বাতিলের ঘোষণা করেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’ পরে হাইকোর্টে গেলে হিরো আলমকে নির্বাচন করার জন্য আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।
হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র ফিরে পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, এ বিজয় সকল জনগণের।
তিনি বলেন, সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় হয়েছে।তিনি বলেন, আমার এ মনোনয়ন ফিরে পাওয়ায় সকল মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যারা সবসময় থেকেছেন, আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
হিরো আলম বলেন, যারা আমাকে পাগল বলে আসলে তারাই পাগল। আমি তাদেরকে বলতে চাই আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের পরাজয় হয়েছে।
কবে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি তো এখন ঢাকা আছি, এলাকায় যাই, এরপর নির্বাচনী প্রচারণা শুরু করব।
হিরো আলম বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হল। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।’
Leave a Reply