জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ মার্চ ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2000 বার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) মহাসমাবেশ শুরু হয়েছে।সকাল ৯টায় মঞ্চে হাজির হন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সেখানে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে এ জন্য নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির একাধিক নিজস্ব টিম নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা নেতা-কর্মীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তা দেখভাল করার জন্যও একাধিক টিম গঠন করা হয়েছে।
Leave a Reply