জবস | তারিখঃ মার্চ ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2083 বার
সৌদি আরবের পূর্বাঞ্চল এলাকার আল খোবার শহরের মেসার্স Salem Saleh Al Hareth Est for General Contracting কোম্পানিটি প্রায় ২০০+ বাংলাদেশী কর্মি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কর্মিদেরকে সৌদি আরবে লোকাল ট্রান্সফার (নক্বল কাফালা) করে নেয়া হবে।
যে পেশা সমূহে নিয়োগ করা হবেঃ লেবার (১২০০ রিয়াল), প্লাম্বার (১৪০০ রিয়াল), ইলেক্ট্রিশিয়ান (১৪০০ রিয়াল), কারপেন্টার (১৪০০ রিয়াল), টেরেল্লা/লরি ড্রাইভার (১৪০০ রিয়াল), এসকেভেটর ড্রাইভার (১৪০০ রিয়াল), লোডার ড্রাইভার (১৪০০ রিয়াল)।
# ১০ ঘন্টা কাজ। # ট্রান্সফারের খরচ, ইকামা ইস্যুর খরচ কোম্পানি বহন করবে।
আবেদনের পদ্ধতিঃ
১- সরাসরি কোম্পানির অফিসে গিয়ে আবেদন।
২- দূতাবাসের আইন সহকাঁরী জনাব মামুন এর ইমেইল (mamon.riyadhmission@gmail.com )এ প্রার্থির ইকামা কপি মোবাইল নম্বর সহ প্রেরণ। (মেইল পাওয়া মাত্র তা কোম্পানিতে ফরওয়ার্ড করা হবে, কোম্পানি হতে সরাসরি প্রার্থির সাথে যোগাযোগ করা হবে)।
আবেদনের শেষ তারিখঃ ০৫-০৪-২০১৮ইং
কোম্পানির কাজের ধরণ জানতে কোম্পানির ওয়েব সাইট ভিজিট করতে পারেনঃ http://salemalhareth.com/photo-album.html
কোম্পানির হেড অফিসের লোকেশন পেতে এই লিংকে ক্লিক করুনঃ https://goo.gl/maps/Pe8hriD6YEm
সূত্র-ইন্টারনেট
Leave a Reply