জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 402 বার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এবার ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারেক রহমান যেভাবে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার শরণাপন্ন হয়েছেন, ঠিক তার পথে হেঁটেই ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গোপন বৈঠক করেছেন।
রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে আবদুর রহমান এ অভিযোগ করেন।
তিনি বলেন: বিজয়ের এ মাসে যখন জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ জনমনে শঙ্কার সৃষ্টি করেছে। একদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসছে লন্ডনে দুর্নীতির দায়ে দণ্ড মাথায় নিয়ে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন বৈঠক। অন্যদিকে ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাদেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ এবং গোপন বৈঠক।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এমন গোপন বৈঠক একাদশ জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে আওয়ামী লীগ।
Leave a Reply