জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 506 বার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রর্দশন করেন এহসানুল হক মিলনের সমর্থকরা।
শনিবার বেলা ১১টার দিকে মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি উপস্থিত ছিলেন।
মিলনের সমর্থকরা মাথায় কাফনের কাপড় পরে নানা শ্লোগানের মধ্য দিয়ে এহসানুল হকের মনোনয়ন দাবি করেন।
বিক্ষোভের একপর্যায়ে তারা কার্যালয়ে মূল গেটে তালা দিয়ে দেয়। এসময় প্রতিদিনের মতো সংবাদ সম্মেলন থাকায় সাংবাদিকরা ভেতরে আটকা পরে। পরবর্তিতে সাংবাদিক পরিচয় দেওয়ায় কিছুক্ষণের জন্য তালা খুলে দেয়।
এসময় মোশাররফের অবৈধ মনোনয়ন মানি না মানবো না। মিলন ভাইকে মনোনয়ন দিতে হবে বলে স্লোগান দেয় মিলনের কর্মী সমর্থকরা।
এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা দাবি করেন, যেই মোশাররফকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কখনো এলাকায় থাকেন না। এলাকার মানুষের জন্য কখনো কোনো কাজ করেনি। তিনি আদম ব্যবসায়ী মানুষের টাকা পয়সা মেরে খায়।
মিলনের সমর্থকরা বলেন, যতক্ষণ পর্যন্ত মিলনকে মনোনয়ন না দেয়া হবে ততক্ষণ তালা খোলা হবে না।
Leave a Reply