মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমনটাই জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আজ সোমবার মন্ত্রিসভা শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন।

‘পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’
বৈঠক শেষে সেখানে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার এই বৈঠক ছিল এ বছরের ৩৫তম ও বর্তমান সরকারের ২০২তম বৈঠক।

শেষ বৈঠকে ১০টি এজেন্ডা ছিল। এ বৈঠকে সাংবাদিকদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করে দেওয়া ছাড়াও চারটি আইন এবং একটি অধ্যাদেশের সংশোধনী অনুমোদন এসেছে।