অন্যান্য, অপরাধ সংবাদ, কৃষি কথা, জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ মার্চ ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1192 বার
বিএনপির চেয়ারপারসন খালেদা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলায় দেশি আইনজীবীদের সহায়তা করতে লন্ডনের এক আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে।লর্ড কারলাই বৃটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান মির্জা ফখরুল।তিনি আরও জানান,বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ৩৪ মামলারই পরামর্শক হিসেবে কাজ করবেন লর্ড কারলাই। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
Leave a Reply