নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি শহিদ উল্যা লিটনকে (২৯) বাড়ির সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর ও গুলি করেছে একদল দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে কুমিল্লা জেলার বিপুলাশর এলাকায় এই ঘটনা ঘটেছে। লিটন সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার মো. হানিফের ছেলে।

সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাজার থেকে গোবিন্দপুর এলাকায় বাড়ির সামনে গিয়ে নামেন লিটন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত তাঁকে পেছন থেকে জাপটে ধরে একটি মাইক্রোবাস তুলে নিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ওই দুর্বৃত্তরা পরে লিটনের পরনের শার্ট খুলে তা দিয়ে তাঁর মুখ বেঁধে ফেলে। এরপর তারা লিটনকে বেদম মারধরসহ নানা নির্যাতন চালিয়ে তাঁর ডান পায়ে গুলি করে মুখ বাঁধা অবস্থায়ই বিপুলাশর এলাকায় গাড়ি থেকে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁরা মুমূর্ষু অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।