রাজধানীর মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালনাকারীকে গ্রেফতার করেছে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ ফাহিম মাহামুদ হোসেন @ শিশির (৩০)। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও সীম কার্ড জব্দ করা হয়।

সাইবার সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০১৮ তারিখে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম। অভিযানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালনাকারী ফাহিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে আক্রামনাত্নক, মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার করে বিভিন্ন শ্রেণীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করা সহ সরকারী বিভিন্ন সংস্থার মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে আইন শৃঙখলা অবনতির ঘটনানোর চেষ্টার অভিযোগ রয়েছে।

এ ঘটনা সংক্রান্তে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে ।সূত্র-ডিএমপি নিউজ