এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভার আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সভায় সংগঠনটির বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সাবেক সভপতি মাহবুবর রহমান, মীর নাসির, কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ এবং সাবেক সহ-সভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আনিসুল হকের স্ত্রী, ভাই সাবেক সেনা প্রধান জেনারেল (অবঃ) আবু বেলাল মোহাম্মদ সফিউল হকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় ব্যবসায়ী নেতারা আনিসুল হকের বর্ণাঢ্য জীবন ও দায়িত্বশীল কর্মকান্ড গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তারা বলেন, শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের উন্নয়ন এবং দেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে আনিসুল হক প্রসংশনীয় ভূমিকা পালন করে গেছেন। এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বেসরকারি খাতের উন্নয়নকাজে আনিসুল হকের ইতিবাচক অবদানের জন্য এফবিসিসিআই পরিবার তথা দেশের সব ব্যবসায়ি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করবে।

আনিসুল হক ২০০৮-২০১০ মেয়াদকালে এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি ছিলেন।

গত বছরের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ