জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 608 বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার ভোট আমি দেবো, লড়াই করে ভোট দেবো। ১০ বছর পর আমি সুযোগ পেয়েছি জনগণের সম্মুখে হাজির হতে নির্বাচনের কারণে।
তিনি ভয়ভীতি উপেক্ষা করে লড়াই করে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, যতই বাধা, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হোক না কেন সারাদেশের ভোটার এবার ভোটকেন্দ্রে যাবে। এলাকার মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবে। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না। এ জোয়ার অব্যাহত রাখতে হবে। ধানের শীষ প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক। আমাদের দাবি বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। কারো শক্তি ও সাহস নেই এবার দেশের নারী ও পুরুষদের দাবিয়ে রাখতে পারে। তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী ৩০শে ডিসেম্বর ভোট বিপ্লব ঘটবে।
তিনি বলেন, গত ১০ বছর বাংলাদেশের মানুষের জন্য বেদনাদায়ক অধ্যায়। এ এলাকার বিরোধী দলীয় সকল শ্রেণির মানুষের ওপর নির্মম অত্যাচার, নির্যাতন, হামলা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী চলছে। এ সব ঘটনা সরকারের মদদে হচ্ছে। এ নির্বাচনী এলাকার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুনাম ছিল। এখানে রাজনৈতিক চর্চা শান্তিপূর্ণ ছিল। আ’লীগ সরকারের ১০ বছরের শাসনামলে সব শেষ হয়ে গেছে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই, সুন্দর পরিবেশ চাই।
ব্যারিস্টার মওদুদ আরও বলেন, এলাকার মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবে। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না। এ জোয়ার অব্যাহত রাখতে হবে। ধানের শীষ প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক। আমাদের দাবি বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। কারো শক্তি ও সাহস নেই এবার দেশের নারী ও পুরুষদের দাবিয়ে রাখতে পারে। তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে।
তিনি সোমবার তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাটে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা, পৌরসভাসহ বিএনপিও এর বিভিন্ন অঙ্গ সংঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি তার নির্বাচনী এলাকার আটককৃত পৌর বিএনপির সম্পাদক মাহমুদুর রহমান রিপনসহ কয়েকজন নেতাকর্মী দেখতে নোয়াখালী জেলখানায় যান।
এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী হাসনা মওদুদ, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি, কোম্পানীগঞ্জ উপজেলা সম্পাদক নুরুল আলম সিকদার প্রমুখ।
Leave a Reply