রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞসহ ৮ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
ফ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সদস্য । রবিবার দিবাগত রাতে র‌্যাব-১ ও ২ যৌথ অভিযানে চালিয়ে আটক করে।

আটককৃতরা হলেন আরাফাত আজম (৩০), রাশেদ আলম বাঁধন (২৮), আফজাল আলী (৩৭), মাহাদী হাসান (২৩), রাদিউজ্জামান হাওলাদার অনিক (২৭), জালাল উদ্দিন শোভন (২৮), জারির তাইসির (২৬) ও আসিফুর রহমান (২৮)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় আট সদস্যকে আটক করা হয়। ‘এদের মধ্যে আরাফাত আজম পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে ২০১৬ সালে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় হতে হতে সিএসই সম্পন্ন করে বর্তমানে পাঠাওতে আইটি এক্সপার্ট হিসেবে কর্মরত রয়েছে।’
মুফতি মাহমুদ আরো বলেন, জেএমবি র‌্যাডিক্যাল ইয়ুথ গ্রুপ প্রাথমিকভাবে মোহাম্মদপুর এলাকায় সংগঠিত হলেও বর্তমানে তাদের নেটওয়ার্ক কলাবাগান ও ভাটারা এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকায় বিস্তার ঘটেছে। এখন পর্যন্ত এই গ্রুপের প্রায় ৩০-৩৫ জন সদস্য গ্রেফতার হয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পেশাজীবী।

র‌্যাবের এ মুখপাত্র আরও বলেন, গ্রুপটির একজন দায়িত্বশীল ব্যক্তি রয়েছে এবং পালাক্রমে আনুসারীদের মধ্য থেকেই একেকজন আমিরের দায়িত্ব পালন করে থাকে। একেকজন আমির ৬/৭ মাসের জন্য দায়িত্ব পালন করে। এরই মধ্যে গ্রেফতারদের মধ্যে শোভন, আফজাল ও মাহাদী আমিরের দায়িত্ব পালন করেছে এবং বর্তমান আমির মীর আফজাল আলী। গ্রুপটির আমিরের দায়িত্ব হল গোপন বৈঠকের আয়োজন করা এবং দায়িত্বশীল ব্যক্তির নির্দেশনা অপর সদস্যদের কাছে পৌঁছে দেয়া।