রবিবার ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সুপারিশ করলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। স্পেন এই সম্মেলন বয়কটের হুমকি প্রত্যাহারের পর পরই এই অগ্রগতি হলো। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, বৃটেন-নিয়ন্ত্রিত জিব্রালটারের ভবিষ্যত নির্ধারণে স্পেনের ভূমিকা থাকবে, এই নিশ্চয়তা পেয়েই তিনি সম্মেলন বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। বৃটেন সরকার লিখিতভাবে স্পেনকে এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে বলে জানান সানচেজ। এদিকে সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস পৌঁছেছেন বৃটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। সূত্র= বিবিসি।