টাঙ্গাইলের রসুলপুরে শুক্রবার বিকেল ৩ টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে বিমানটির পাইলট, উইং কমান্ডার আরিফ আহম্মেদ দিপু মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর সেটি টুকরো টুকরো হয়ে মধুপুরের বনাঞ্চলে ছিটকে পড়ে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমান বাহিনীর এফ ৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।