হাইটেক | তারিখঃ নভেম্বর ১৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 585 বার
ঋণ পেতে হাজারের বেশি অনলাইন উদ্যোক্তা আবেদন করেছেন। দেশি অনলাইন প্ল্যাটফর্ম শপআপ ও ই-ক্যাবের যৌথ আয়োজনে রাজধানীর মাইডাস সেন্টারে শনিবার শেষ হওয়া দুই দিনব্যাপী ই-লোন মেলায় আবেদনগুলো পড়ে। অ্যাপের মাধ্যমে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে প্রথম ই-লোনের সাক্ষী হন সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ।
অনলাইন ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করা, লোন পাওয়ার জন্য দরকারি তথ্য ও দলিল সম্পর্কে সচেতন করা এবং ব্যবসা সম্প্রসারণে আর্থিক ব্যবস্থাপনা ঠিকঠাক করার প্রয়োজনীতা বোঝানোই ই-লোন মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।
Leave a Reply