নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বুধবার (১৪ নভেম্বর) পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ এবং গাড়ি পোড়ানোর ঘটনায় শাহাজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিটি ছাত্রদলের প্যাডের অনুরূপ একটি পেজের। বিষয়টিকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ছাত্রদলের বহিষ্কারাদেশ বলে আখ্যা দিলেও সংগঠনটির দাবি ছবিটি ভুয়া।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর পূর্বের অন্তর্ভুক্ত শাহাজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়াকে বহিস্কার সংক্রান্ত একটি চিঠি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। মূলত আজ ১৫ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ধরণের কোনো মিটিং হয়নি।

সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশ্য করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে যে প্রেস বিজ্ঞপ্তি যাবে সেটাই আমাদের কথা। তার বাহিরে কোনো ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রেস বিজ্ঞপ্তি গেলে সেটা আমলে না নেয়ার জন্য সাংবাদিক ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের অনুরোধ করা হলো।