জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ১৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 486 বার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
শহিদুলের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ করে আজ বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই জামিন আদেশের ফলে শহিদুল আলমের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার সারা হোসেন।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেইসবুক লাইভে আসেন শহিদুল। ওই আন্দোলনের বিষয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারেরও সমালোচনা করেন।
এ ঘটনায় ৫ আগস্ট রাতে ধানমন্ডির নিজ বাসা থেকে শহিদুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেলে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। রিমান্ড শেষে শহিদুল আলমকে গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Leave a Reply